Rules and Regulation
- মা-বাবা ও প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং প্রতিষ্ঠানের প্রতি ভালবাসা ও আন্তরিকতা পোষণ করতে হবে।
- প্রত্যেক শিক্ষার্থী ক্লাশ শুরুর অন্তত ১০ মিনিট এবং পরীক্ষার দিন ৩০ মিনিট পূর্বে ক্যাম্পাসে উপস্থিত হবে। প্রতিষ্ঠান ছুটি হওয়ার পর সরাসরি বাড়িতে ফিরে যাবে।
- পরিচয় পত্র (আইডি কার্ড) সহ অবশ্যই নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করে ক্লাশে উপস্থিত থাকতে হবে।
- ছাত্রদের হাতে কোন প্রকার ব্রেসলেট, গলায় চেইন পরা যাবে না। হাতের নখ ছোট রাখতে হবে এবং চুলের ছাট মার্জিত হতে হবে। ছাত্রীরা ভারী কোন সোনার গহনা পরে প্রতিষ্ঠানে আসা যাবে না। এছাড়া সকলের পরিস্কার-পরিচ্ছন্ন ইউনিফর্ম পরিধান করা বাধ্যতামূলক।
- সিড়িতে উঠা-নামার সময় অবশ্যই হৈ-চৈ পরিহার করতে হবে।
- কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন নোটিশ টানানো, দেয়ালে, টেবিলে, বেঞ্চে কোন কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ।
- টিফিন বাসা থেকে আনতে হবে। অপ্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ঝুড়িতে ফেলতে হবে।
- ক্লাসরুমে কোন প্রকার হৈ-চৈ ও হট্টগোল করা যাবে না।
- ক্লাশে কিংবা ক্লাশের বাইরে ছাত্ররা কোন অসৌজন্যমূলক আচরণ করলে এবং প্রতিষ্ঠানের কোন কিছু ভাংচুর ও ক্ষয়ক্ষতির সাথে জড়িত বলে প্রমাণিত হলে উক্ত ছাত্র কর্তৃক জরিমানা গ্রহণ পূর্বক তাকে TC প্রদান করা হবে।
- বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে এবং অন্যান্য প্রদেয় টাকা যথাসময়ে অবশ্যই অফিসে জমা দিতে হবে।
- প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে জরিমানা দিয়ে এবং অভিভাবককে নিয়ে অধ্যক্ষ মহোদয় এর সাথে দেখা করে ক্লাশে উপস্থিত হতে হবে।
- শিক্ষার্থীরা যে কোন সমস্যার জন্য সিআর (ক্লাশ রিপ্রেজেন্টেটিভ) -এর মাধ্যমে শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করবে।
- অনিবার্য কারণবশতঃ কেউ ছুটির আগে বাড়িতে যেতে চাইলে সংশ্লিষ্ট কাউন্সিলর এর অনুমতি নিয়ে অনুমতি পত্র গেটে প্রদর্শন করতে হবে।
- প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ। কোন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে।
- প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষায় ব্যবহার্য (কাঠের স্কেল, পেন্সিল, রাবার, কলম, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) সমস্ত সরঞ্জামাদি নিউ দায়িত্বে নিয়ে আসবে।
- পরীক্ষার সময় কোন ব্যাগ, বই এবং নোট খাতা সঙ্গে আনা যাবে না।
- লিফটে ওঠার জন্য সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে হবে এবং লিফট পূর্ণ হয়ে গেলে অধৈর্য না হয়ে অপেক্ষা করতে হবে। লিফট ব্যবহারের সময় অযথা সুইচে চাপাচাপি এবং লিফটের কোথাও স্ক্র্যাচ দেয়া যাবে না।
- প্রতিষ্ঠানের ওয়াশরুম ব্যবহারে সতর্ক ও যত্নশীল হতে হবে। ওয়াশরুমে অন্যকে পানি ছিটানো, মেঝেতে পানি ফেলা, থুতু/কফ ফেলা, পানির কল ছেড়ে রাখা, দেয়ালে বা দরজায় আঁকাআঁকি করা এবং শৃঙ্খলাপরিপন্থী কোন কাজ করা যাবে না।
- রাইড ব্যবহারের সময় শৃঙ্খলার সাথে উঠা নামা করতে হবে। রাইডে উঠে প্রথমে খালি আসনগুলো পূর্ণ করতে হবে। রাইডের গেইটের সামনে দাঁড়িয়ে থাকা, হৈ-চৈ করা এবং রাইড চলাকালীন হাত বা মাথা জানালা দিয়ে বের করা যাবে না। রাইডের কোন কিছু নষ্ট করা যাবে না। কোন প্রকার অসৌজন্যমূলক আচরণ ও অপ্রীতিকর ঘটনায় জড়ানো যাবে না।
- প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সিসি ক্যামেরার আওতাধীন। অতএব, প্রতিষ্ঠানের শৃঙ্খলাপরিপন্থী কোন কার্যকলাপ দৃষ্টিগোচর হলে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।