Loading...

About MRIST

টেকনোলজির পথে আত্মবিশ্বাসী অগ্রযাত্রাঃ
ড. মাহবুবুর রহমান মোল্লা ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MRIST) একটি আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ডায়নামিক প্রিন্সিপাল ও দেশের স্বনামধন্য কলেজ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (DMRC) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা স্যারের নেতৃত্বে যাত্রা শুরু করে। ঢাকার প্রানকেন্দ্র ডেমরা রোড, মাতুয়াইল, যাত্রাবাড়িতে 2021 সালে প্রতিষ্ঠিত হয় MRIST একটি লক্ষ্য নিয়ে- “বাংলাদেশের কারিগরি, শিক্ষাব্যবস্থার প্রযুক্তির আধুনিক প্রয়োগ ও আন্তর্জাতিক মানের কারিগরি জ্ঞানের বিস্তার।”
শুরুতে মাত্র ১৫ জন শিক্ষার্থীর ছোট্ট যাত্রা আজ পরিণত হয়েছে শতাধিক শিক্ষার্থীর আস্থা ও স্বপ্নের কেন্দ্রস্থলে।
রেজাল্টের ধারাবাহিকতা ও গৌরবঃ
আমাদের প্রতিষ্ঠান শুরু থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এরই ফলস্বরূপ ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ সালে আমাদের শিক্ষার্থীরা অভূতপূর্ব ফলাফল অর্জন করেছে।
  • সর্বমোট ৯৫% শিক্ষার্থী First Class অর্জন করেছে।
  • সর্বমোট ৮ জন শিক্ষার্থী পেয়েছে CGPA 4.00 out of 4.00
ধারাবাহিকভাবে আমাদের রেজাল্ট প্রমাণ করে MRIST শুধু শিক্ষাদান নয়, বরং সফলতা গড়ার একটি কেন্দ্র।
জাতীয় শিক্ষা সপ্তাহে গৌরবময় অর্জনঃ
আমাদের প্রতিষ্ঠান পরপর দুইবার (২০২৩ ও ২০২৪ সালে) ডেমরা থানার অধীনে জাতীয় শিক্ষা সপ্তাহে কারিগরি শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এটি আমাদের প্রতিষ্ঠানের মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের নিরলস পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতিভার প্রতিচ্ছবি।
প্রযুক্তি ব্যবস্থাপনায় অগ্রগামীঃ
আমাদের প্রতিষ্ঠানটিকে ডিজিটাল ও স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হয়েছে।
আমাদের রয়েছেঃ
  • আধুনিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল, সিভিল, কেমিস্টি, ফিজিক্স ও মেকানিক্যাল ল্যাব।
  • স্মার্ট ক্লাসরুম ও মাল্টিমিডিয়া ব্যবস্থাপনা।
  • অনলাইন ক্লাস ও রেকর্ডিং সুবিধা।
  • ই-লার্নিং প্লাটফর্ম ও শিক্ষার্থী পোর্টাল।
  • ব্যবহারিক প্রজেক্ট রিসার্চে জোর।
  • স্পোর্টস রুম।
  • মেয়েদের জন্য আলাদা কমন রুম।
  • ওয়েব বেইসড রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
  • ওয়েব বেইসড অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম।
প্রতিটি শিক্ষার্থীকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করা হয়।
ভবিষ্যতের লক্ষ্যে আমাদের প্রতিশ্রুতিঃ
আমরা শুধুমাত্র সনদ প্রদানকারী প্রতিষ্ঠান নই। আমরা একজন শিক্ষার্থীকে আত্মনির্ভর, প্রযুক্তি-দক্ষ ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক নাগরিক হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য ভবিষ্যতে আরও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি, গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম চালু করা।

"আমাদের সাথে যুক্ত হোন, 
    নির্মাণ করুন আপনার ক্যারিয়ার।"
ড. মাহবুবুর রহমান মোল্লা ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি -এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের পথচলা যেখানে প্রযুক্তি, প্রতিভা এবং পরিশ্রমের সংমিশ্রনে গড়ে উঠে একজন শিক্ষার্থীর আলোকিত ভবিষ্যৎ।